শহরে নিষিদ্ধ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
হবিগঞ্জ
শহরের পৃথক
স্থান থেকে
৩ মাদক
ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা
পুলিশ।
গতকাল বুধবার
রাতে তাদেরকে
আটক করা
হয়।
পুলিশ সূত্র
জানায়, গতকাল
রাত ১০টায়
গোপন সংবাদের
ভিত্তিতে শহরের
তিন কোনা
পুকুর পাড়
এলাকায় সদর
থানার এসআই
রাকিবুল হাসানের
নেতৃত্বে একদল
পুলিশ অভিযান
চালায়।
এ সময় রনজিত সরকার (২২) এক ব্যক্তিকে ৪ লিটার চোলাই মদসহ আটক করে পুলিশ। আটককৃত রনজিত সরকার শায়েস্তাগঞ্জের উত্তর বড়চর গ্রামের বজেন্দ্র সরকারের পুত্র। এর পূর্বে একই দিন রাত সাড়ে ১০টায় সদর থানার এসআই রাকিবুর হাসান ও আব্দুর রহিমের নেতৃত্ব্ েএকদল পুলিশ শহরের শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়া (২৩) ও ইউসূফ হোসেন মহন (২৫) নামে দুই ব্যক্তিকে ৫ পিছ ইয়াবাসহ আটক করে। আটককৃত মামুন মিয়া পশ্চিম ভাদৈ গ্রামের আব্দুর রহমানের পুত্র ও ইউসুফ আহমেদ মহন বাহুবল উপজেলার বইনা গ্রামের সোনা মিয়ার পুত্র।
এ সময় রনজিত সরকার (২২) এক ব্যক্তিকে ৪ লিটার চোলাই মদসহ আটক করে পুলিশ। আটককৃত রনজিত সরকার শায়েস্তাগঞ্জের উত্তর বড়চর গ্রামের বজেন্দ্র সরকারের পুত্র। এর পূর্বে একই দিন রাত সাড়ে ১০টায় সদর থানার এসআই রাকিবুর হাসান ও আব্দুর রহিমের নেতৃত্ব্ েএকদল পুলিশ শহরের শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়া (২৩) ও ইউসূফ হোসেন মহন (২৫) নামে দুই ব্যক্তিকে ৫ পিছ ইয়াবাসহ আটক করে। আটককৃত মামুন মিয়া পশ্চিম ভাদৈ গ্রামের আব্দুর রহমানের পুত্র ও ইউসুফ আহমেদ মহন বাহুবল উপজেলার বইনা গ্রামের সোনা মিয়ার পুত্র।



0 comments: