আইনজীবি সহকারী সমিতি হবিগঞ্জ জেলা শাখার সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন

সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জেও বাংলাদেশ আইনজীবি সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর মিয়া ও সাধারণ সম্পাদক খুর্শেদ আলমের আহ্বানে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বাংলাদেশ আইনজীবি সহকারী সমিতি জেলা শাখার সভাপতি পরেশ চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নানের পরিচালনায় বক্তব্য রাখেন, কাজী আব্দুল কাইয়ুম, সুভাষ চন্দ্র সুত্রধর, আব্দুর রাজ্জাক, নির্ধন দাস, এমএ রকিব জালাল, আব্দুর রহমান, বিষ্ণুপদ গোপ, আব্দুল কাদির, মানিক ভট্রাচার্য্য, কৃষ্ণপদ সেন গুপ্ত, সামছুল হক, রতিশ চন্দ্র, গোপাল চন্দ্র সুত্রধর, আলাউদ্দিন আলম, তোফাজ্জুল হোসেন খেলু, মীর ফরিদ উদ্দিন আহমেদ, কিতেন্দ্র চন্দ্র গোপ, রুপক গোপ, মিন্টু সুত্রধর, জগবন্ধু দেব নাথ, গোবিন্দ চক্রবর্তী, বাদল চন্দ্র পাল, এসএ হান্নান, চন্দন মল্লিক, হরিধন দাস, স্বপন দেব, দুলাল গোপ, দুলাল মিয়া, বিকাশ পাল, আব্দুর রেজ্জাক, সোহেল দাস, আব্দুর জাহির, দীলিপ সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা, হবিগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের প্রতি সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সর্বদা সজাগ থাকার আহবান জানান। এ ছাড়াও হবিগঞ্জের কোথাও যদি কোন সন্ত্রাসী তৎপরতা দেখা যায় সাথে সাথে আইনশৃংখলা বাহীনিকে অবগত করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে বক্তারা ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে সন্ত্রাসী ও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান।

0 comments:

Copyright © 2013 Prothom News