শারজাহ আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ॥ বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট নিহতদের স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল

শারজাহ আওয়ামীলীগ ও সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট রাত ৮টায় শারজাহ নুরজাহান রেস্টুরেন্টে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 শারজাহ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আমজাদ-এর সভাপতিত্বে ও সারোয়ার উদ্দিন মহরী এবং হুমায়ূন কবিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের আহবায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মুনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শারজাহ-এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম, দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী সফিকুল ইসলাম, মোঃ ইকবাল বকুল, মোঃ শাহজাহান মিয়াদী ও বখতিয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ নুর হোসেন, রাকিব মোহাম্মদ, সিরাজ মিয়া, হেলাল চৌধুরী, আব্দুল মন্নান, লিটন মিয়া, রিপন মিয়া, মাসুক মিয়া, নাজমুল হাসান, শাহানুর, কপিল মিয়া, সুহেল মিয়া, দেলোয়ার হোসেন, শেখ আজীজ, ওয়াহিদুল মোস্তফা ও জিয়াউর রহমান প্রমূখ।

0 comments:

Copyright © 2013 Prothom News