আশরাফুলের ফিটনেস অনেকের চেয়ে ভালো
নিষেধাজ্ঞামুক্ত হয়েছেন। কবে ফিরবেন ক্রিকেটে তারই অপেক্ষায় এখন মোহাম্মদ আশরাফুল। গত ১৩ আগস্ট নিষেধাজ্ঞার খক্ষ থেকে আংশিক মুক্তি মিলেছে বাংলাদেশের এই সাবেক অধিনায়কের।
আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আরও দুই বছর অপেক্ষা করতে হলেও ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন তিনি। মঙ্গলবার হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ট্রেনার কোরে বকিংয়ের অধীনে ফিটনেস পরীক্ষা দিয়েছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। তাতে নাকি অনেকের চেয়ে ভালো করেছেন তিনি।
এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আশরাফুল বলেন, ‘আজ (কাল) সুযোগ হয়েছে একটি পরীক্ষা দেয়ার। আল্লাহর রহমতে ফিটনেস ভালোই আছে।’
তার সম্পর্কে কোরে বকিং বলেন, ‘এতদিন ক্রিকেটের বাইরে থাকার পরও যে এমন ফিটনেস পরীক্ষা দিতে পেরেছে সে, অনেক ভালো ব্যাপার। খেলার মধ্যে থাকা অনেক ক্রিকেটারের চেয়ে অ্যাশ ভালো অবস্থায় আছে। এভাবে থাকলে ফিটনেসের দিক থেকে ও খুব দ্রুত ভালো অবস্থায় চলে আসবে।’
এদিকে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) লংগার ভার্সন মাঠে গড়াবে। যেখানে খেলার কথা রয়েছে আশরাফুলের। বিসিবি এবং নির্বাচকদের অনুমতি পেলে এ আসরে নিজেকে শতভাগ প্রমাণ করবেন বলে প্রতিজ্ঞাই করলেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
আশরাফুল বলেন, ‘যদি নির্বাচকরা সুযোগ দেন তাহলে খেলতে পারব বলে আশা করছি। সেজন্যই কঠোর অনুশীলন করছি। সুযোগ পেলে ভালো ক্রিকেট খেলতে চেষ্টা করব।’
দীর্ঘদিন খেলার বাইরে থাকার কারণে ক্রিকেট কতটা মিস করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ক্রিকেট আমি ভালোবাসি। গত তিন বছর খেলাটা ভীষণ মিস করেছি। যে কারণে খেলার বাইরে ছিলাম সেই শাস্তিটা সংক্ষিপ্ত হবে না জানতাম। তাই শাস্তির পর যেন আবার ফিরে আসতে পারি এবং যখন ফিরে আসব তখন যেন কারও মনে না হয় যে, আমি মাঠের বাইরে ছিলাম, সেটাই আমার প্রতিজ্ঞা ছিল। এজন্যই আমি গত তিন বছর মাঠের বাইরে থেকেও খেলেছি এবং কঠোর অনুশীলন করেছি।’


0 comments: