রেকর্ডের ম্যাচে পাকিস্তানের সিরিজ হার

হারার আগেই হেরে বসা আর কি! ৪৪৪ রান টপকে এই পাকিস্তান দল জিতবে, স্বয়ং দলের কোচও মনে হয় বিশ্বাস করেননি।
এরপরও শুরুতে আশার আলো দেখাচ্ছিলেন শারজিল খান, যারই রেশ শেষদিকে নিজের 'ব্যাটসম্যান' জাত চেনালেন পেস সেনসেশন মোহাম্মদ আমির।

এতে রেকর্ড ৪৪৪ রানের সামনে পাকিস্তানের সংগ্রহটা ২৭৫, সন্মানজনকই বটে! সফরকারীরা ৪৪ বল হাতে রেখে হেরে গেল ১৬৯ রানে, সঙ্গে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজও।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে করেছেন শারজিল খান ও মোহাম্মদ আমির। শারজিল ৩০ বলে আর আমির তার চেয়েও দুই বল কম খেলে। মাঝখানে চলেছে আসা-যাওয়ার পালা। এরই মধ্যে উল্লেখ করার মত রান করেছেন, সরফরাজ আহমেদ ৩৮, মোহাম্মদ নওয়াজ ৩৪ এবং ইয়াসির শাহ অপরাজিত ২৬ রান।
স্বাগতিকদের পক্ষে ক্রিস ওকস একাই ৪ উইকেট নিয়েছেন। দুটি পেয়েছেন আদিল রশিদ। ইংলিশদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭১ রান করা অ্যালেক্স হেলস হয়েছেন ম্যাচসেরা।
এরআগে মঙ্গলবার নটিংহ্যামে দশ বছর আগে করা শ্রীলংকার ওয়ানডের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেয় ইংল্যান্ড।
সিরিজের তৃতীয় ওয়ানেডেতে তারা পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ রান করে নতুন বিশ্ব রেকর্ড করে।
এরআগে ২০০৬ সালে নেদারল্যান্ডের বিপক্ষে শ্রীলংকা ৯ উইকেটে করেছিল ৪৪৩ রান।
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা পাকিস্তানের জন্য এই ম্যাচ ছিল সিরিজে ঘুরে দাঁড়ানোর। সেটি শেষ পর্যন্ত আর হয়নি।
নটিংহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক মরগান। জেসন রায় দ্রুত ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ঝড় তোলেন অ্যালেক্স হেলস আর জো রুট।
২৪৮ রানের এই জুটি ভাঙেন হাসান আলী। ততক্ষণে অ্যালেক্স হেলস দলের রানকে নিয়ে গেছেন চূড়ায়। সেখান থেকে বাকিরা সেটিকে বিশ্ব রেকর্ড পর্যন্ত পৌঁছে দেন। হেলস দলের পক্ষে সর্বোচ্চ ১৭১ রান করেছেন ১২২ বলে, যাতে রয়েছে ২২ চার ও ৪টি ছক্কা। এটি ইংল্যান্ডের হয়েও সর্বোচ্চ রানের রেকর্ড।
জস বাটলার মাত্র ৫১ বলে সমান ৭টি করে চার-ছয়ে ৯০ এবং অধিনায়ক এউইন মরগান ২৭ বলে ৫টি ছক্কা ও ৩টি চারে ৫৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া জো রুট ৮৬ বলে ৮ বাউন্ডারিতে ৮৫ রান করেন।
এদিন পাকিস্তানের পক্ষে নিজের কোটা পূর্ণ করতে ১১০ রান দিয়েও ওয়াহাব রিয়াজ থেকেছেন উইকেটশূন্য। তার চেয়ে ১০ ওভারের কোটা পূরণ করা করে খারাপ বোলিংয়ে নজির রেখেছেন আর মাত্র একজন, অস্ট্রেলিয়ার মিশেল লুইস।
তিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৩ রান দিয়েছিলেন। এদিন সফল বোলার হাসান আলী ৭৪ রানে তিনি পেয়েছেন দুটি উইকেট। মোহাম্মদ নওয়াজ ৬২ রানে বাকি উইকেটটি তুলে নিয়েছেন।

0 comments:

Copyright © 2013 Prothom News