ফেইসবুকের মাধ্যমে প্রতারণা, যুবক গ্রেপ্তার

সোমবার রাজধানীর মগবাজার থেকে সায়েম আলম ওরফে মিমুকে (২৫) গ্রেপ্তার করা হয়।
মিমু ঢাকা মহানগরীর ওয়ারী থানার যোগীনগর রোডের বাসিন্দা সেলিম আলমের ছেলে।
মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীতে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন একথা জানান।


পুলিশ কমিশনার জানান, গত ১০ অগাস্ট বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর তার সঙ্গে থাকা মোবাইল ফোন সেট ও স্বর্ণালংকার নিয়ে যায় মিমু।
“পরে ওই হোটেলের কক্ষে মেয়েটির ঝুলন্ত লাশ পাওয়া যায়।”
এ ঘটনায় কলেজছাত্রীর বাবার আবেদনের প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয় বলে জানান পুলিশ কমিশনার।
এরপর জিজ্ঞাসাবাদের জন্য নগরীর ফলপট্টি এলাকার ‘ফেয়ার স্টার’ হোটেলের মালিক আব্দুর রব বিশ্বাস ও ম্যানেজার মজিবুর রহমান আকনকে পুলিশ আটক করে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এদিকে হোটেলের রেজিস্টার ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাঁচ দিন চেষ্টা চালিয়ে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ‘ধর্ষক’ মিমুকে।
“সায়েম আলম ওরফে মিমু পেশাদার প্রতারক। সে তার ফেইসবুক প্রোফাইলে আকর্ষণীয় ছবি দিয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে। পরে তাদের ধর্ষণের পর মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।”
এর আগে এই যুবক ১২/১৩ জন তরুণীর সঙ্গে এমন ‘প্রতারণা’ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন, বলেন কমিশনার।

0 comments:

Copyright © 2013 Prothom News