কে তুমি
ভালোবাসার ভালোলাগা
পাইনি আমি কখনো তা
বুঝিনিত আগে আমি
ভালোবাসার মধুরতা
অনুভব করিনি কখনো আমি
ভালোবাসার উষ্ণতা।
এতদিন পর একার দুষ্টুমীতে
হৃদয় ভরে গেছে মগ্নতায়
এই কে তুমি
যে তোমার দৃষ্টির প্রখরতায়
ভূলে যাই সকল কথা
এই কে তুমি ?
তোমার হাসিতে
হারিয়ে ফেলি নিজেকে
বলার সময় গুলিয়ে ফেলি সকল কথা
এই কে তুমি ?
তোমাকে দেখার জন্য
মণ কেন এত ছটফট হয়
তোমার কথা শোনার জন্য
মণ কেন হয় এত ব্যাকুল
এই কে তুমি ?
এই কে তুমি ?
তোমার ভাবনাতে
ঘুম চলে গেছে এ দুচোখ থেকে
ভূলে গেছি সকল চাহিদার কথা
এই কে তুমি ?
তোমারই কথা
আসে কেন মনে এত বার বার ?
তোমারই অচেতন মনের অবহেলায়
কেনই বা নিয়ে যেতে চায়
সেই বা নিয়ে যেতে চায়
সেই এলোমেলো জগতে
যে জগতে থাকে না কোন উদ্দেশ্য
থাকে না কোন আশা
থাকে অন্ধকারের হাতছানি
আর হৃদয় পোড়ার খেলা
আরো থাকে অসুন্দর মৃত্যুর সুন্দর দৃশ্য।
এই কে তুমি ?
ভাবছি আমি নিজেকে নিয়েও
আমারই অস্তিত্ত্বের কোন অংশতে
আছ তুমি মিশে
বুঝতে পারিনা আমি
কিইবা চাই আমি
তোমার কাছে ।
কে তুমি বল ?
অচেনা হয়ে থেক না আর
নেজের পরিচয় দাও একবার
আরো পরিচয় দাও
তোমার সাথে আমার
মানসিক নাম না দেয়ার
এই সম্পর্কটার ।


0 comments: