মিনতি
শুকিয়েযায় যদি মেহেদির রং
তবু মনে রেখো
শত যুগ পেরিয়ে গেলেও
বুকে মোরে রেখো
দুর দুরান্তে হারিয়ে গেলেও
সাথে মোরে রেখো।
শত দুর্যোগ জীবনে আসলেও
চুপটি করে থেকো
মোর প্রিয়া, মানস তনয়া
মিনতি আমার রেখো।
তবু মনে রেখো
শত যুগ পেরিয়ে গেলেও
বুকে মোরে রেখো
দুর দুরান্তে হারিয়ে গেলেও
সাথে মোরে রেখো।
শত দুর্যোগ জীবনে আসলেও
চুপটি করে থেকো
মোর প্রিয়া, মানস তনয়া
মিনতি আমার রেখো।


0 comments: