অলিকের কাছাকাছি

তোমার রাত ভাললাগে? 
আমি নিয়ে যাব তোমায় 
নিশ্চুপ কোন ছায়া ঘেরা নিলয়ে। 

পাশ দিয়ে বয়ে যাবে 
শান্ত সরু নদী, 
আর বিস্তীর্ন সবুজ শষ্যের.........ক্ষেত রবে পাশে, 
বয়ে যাবে পবন সবুজ ফসলের.........শীষ ছুঁয়ে নিরবধি। 
রাতের আধাঁরকে ভেদ করে 
আকাশের গায়ে জেগে উঠবে......মিষ্টি এক চাঁদ........, 
ঠিক তোমার কপোলের' মিষ্টি টিপটির মত! 
চাঁদের প্রতিচ্ছবি দেখব....... 
........তোমার চোখে, 
........নদীর বুকে, 
........পুকুরের জলে। 
খুব কাছাকাছি বসব ........ 
...........চন্দ্রালোকে, 
...........পুকুর ঘাটে, 
.............নদীর ধারে, 
...........।ঘাসের গালিচায়। 
আমি শুধু দেখব....... 
চন্দ্রালোক ছোঁয়া তোমার মুখ, 
তোমার ঠোঁট, 
কালো টিপ, 
দেখব তোমায়!! 

তোমার বৃষ্টি ভাললাগে? 
আমি নিয়ে যাব তোমায় 
নিরক্ষীয় অঞ্চলে। 
তুমি আমি ভিজভ......... 
অঝড় ধারায় ঝড়ে যাওয়া বারিতে। 
যতক্ষন শীতের কাঁপুনি...... তোমাকে না কাঁপায়, 
ততক্ষনই ভিজভ। 
ভিজতে ভয় পাবনা........... 
একটুও না! 
ভয় পাবনা.......... 
জ্বরের, 
ঠান্ডার, 
হাঁচির, 
ভিজব তোমার হাত ধরে ধরে। 
ভিজব........... 
তোমার ভেজা স্পর্শে, 
উষ্ণ আদরে, 
শিহরিত পরশে, 
ভিজে ভিজে আমি হব শিহরিত......... 
বৃষ্টিতে, 
অথবা 
তোমার ভালবাসায়!! 

তোমার মেঘ ভাললাগে? 
আমি নিয়ে যাব তোমায় 
হিমালয় চূড়ায়। 
মেঘের বাজ্যে তুমি আমি.....করব অবগাহন। 
শূন্যে ভেসে বেড়ানো মেঘ......দেখে দেখে, 
তুমি হবে অভিভূত। 
চাইবে মেঘের সাথে ডানা মেলতে, 
মেঘ ছুয়ে ছুয়ে..........রচবে বারি। 
আর আমি!.......... 
তোমার মেঘ ছোঁয়া হাত চুমে চুমে............. 
অধর করব শিক্ত। 
মলয়ের সংস্পর্শে মেঘ ছুটবে........... 
কখনও দুরন্ত বেগে.........কখনও ধীর-স্থির। 
তুমি হয়ে উঠবে চঞ্চল.............. 
মেঘের সাথে, 
মলয়ের সাথে, 
হিমালয়ের বুকে। 
আমি শুধু দেখব....... 
তোমার চঞ্চলতা, 
প্রৎফুল্লতা, 
উচ্ছাসতা, 
দেখব তোমায়!! 

....................................(চলবে)

0 comments:

Copyright © 2013 Prothom News