ভূমধ্যসাগর থেকে ৬৫০০ অভিবাসীকে উদ্ধার
লিবিয়া উপকূলে ভূমধ্যসাগর থেকে নারী-শিশুসহ প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এর মধ্যে মাত্র পাঁচ দিন বয়সের দুটি যমজ শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে এসব অভিবাসী উদ্ধারের কথা জানায়। এর আগে ভূমধ্যসাগর থেকে একদিনে এত বিপুলসংখ্যক অভিবাসীকে আগে কখনোই উদ্ধার করা হয়নি। এদিকে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার সিরীয় শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দিচ্ছে ওবামা প্রশাসন। স্থানীয় সময় সোমবার রাতে এসব শরণার্থীর একটি দল যুক্তরাষ্ট্রে পেঁৗছেছে। খবর বিবিসি, সিএনএন, রয়টার্স ও এপির।
ইতালির কোস্টগার্ড জানায়, লিবিয়ার ঐতিহাসিক শহর সাবরাথা উপকূল থেকে ২০ কিলোমিটার দূরে তাদের ৪০টি দল এই উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রনটেক্স ও প্রো-অ্যাকটিভা ওপেন আর্মস এবং মিতস সঁ ফঁতিয়া নামে দুটি এনজিওর জাহাজও এই উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধারকৃতদের অধিকাংশই ইরিত্রিয়া ও ইথিওপিয়ার নাগরিক।
ভিডিও ফুটেজে দেখা যায়, সাগরে ভাসতে থাকা বেশ কয়েকটি বড় ট্রলারে শত শত নারী-পুরুষ উদ্ধারকারী জাহাজ দেখে আনন্দে চিৎকার করছে। এ সময় কেউ কেউ সাগরে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে জাহাজগুলোর দিকে এগিয়ে যায়। এর পাশেই ছোট একটি নৌকায় থাকা অন্যদের কোলে বাচ্চাও দেখা গেছে। এ সময় উদ্ধারকারীরা বড় ট্রলারটি থেকে মাত্র পাঁচ দিন বয়সী দুই যমজ ভাইবোনকে উদ্ধার করে। সহিংস পরিস্থিতির কারণে তাদের বাবা-মা লিবিয়া থেকে ইউরোপে পালিয়ে যাচ্ছিলেন।
এর আগে গত রোববার একই এলাকা থেকে সহস্রাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী, চলতি বছর প্রায় এক লাখ ৬ হাজার অভিবাসী অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে। আর চলতি বছর ইউরোপে প্রবেশ করেছে ২ লাখ ৮৪ হাজার অভিবাসী। বিপদসংকুল এই যাত্রায় ইতিমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছে।


0 comments: