আইএসের মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি নিহত

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি নিহত হয়েছেন।
আইএসের নিজস্ব সংবাদসংস্থা আমাক’র বরাতে এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।
এতে বলা হয়েছে, 
সিরিয়ার আলেপ্পোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে আবু মুহাম্মদ আল-আদনানি মারা যান।
তবে তিনি বিমান হামলায় মারা গেছেন, নাকি স্থল সেনাদের হামলায় তার বিস্তারিত জানায়নি আমাক।
কোনো ব্যক্তি দ্বারা এককভাবে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে পশ্চিমা বিশ্বসহ অন্যান্য দেশে যেসব হামলা হয়েছে বলা হয়ে থাকে, এসব হামলার ডাক প্রথম তার কাছ থেকেই এসেছিল।
ইউরোপে বেশকটি হামলা সরাসরি তিনি নিজেই পরিকল্পনা করেছেন বলে বলা হয়ে থাকে।
মার্কিন পররাষ্ট্র দফতর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
আল-আদনানির সর্বশেষ বার্তা শোনা গেছে মে মাসে।

0 comments:

Copyright © 2013 Prothom News