তারিখ: ৩০-অগাস্ট-২০১৬
স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ শহরের মাস্টার
কোয়ার্টারস্থ এডভোকেট তাজ উদ্দিন আহমেদ
সূফির বাসার
সামন থেকে
প্রকাশ্যে দিবালোকে (১০০ সিসি’র লাল
রঙ্গের) একটি
মোটর সাইকেল
চুরি হয়েছে। গত শনিবার বিকাল
৪টায় এ
চুরির ঘটনা
ঘটে।
এ ব্যাপারে
এডভোকেট তাজ
উদ্দিন সুফি
গত রবিবার হবিগঞ্জ
সদর মডেল
থানায় অজ্ঞাতনামা
আসামীর বিরুদ্ধে
একটি অভিযোগ
দায়ের করেছেন। চুরিকৃত
মোটর সাইকেলটির
রেজিঃ নং-
হবিগঞ্জ-হ-১১-২০৭২,
চেসিস নং-
গইখঐঅ ১০ঊ
ডইএঅ১১৮০৫, ইঞ্জিন নং- ঐঅ১০ঊ উইএঅ৩৪৮৭১।


0 comments: