শহরে এক গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ ॥ আহত অবস্থায় সিলেটে প্রেরণ
তারিখ: ৩০-অগাস্ট-২০১৬
জাহেদ আলী মামুন ॥
হবিগঞ্জ
শহরের উত্তর
শ্যামলী এলাকায়
রুনা আক্তার
(৯) নামের
এক শিশু
ছাদ থেকে
পড়ে গুরুতর
আহত হয়েছে। তবে
রুনার পরিবারের
দাবি তাকে
হত্যা চেষ্টায়
ছাঁদ থেকে
ফেলে দেয়া
হয়েছে।
বাসার মালিকের
দাবি সে
পা ফসকে
পড়ে আহত
হয়েছে।
গতকাল সোমবার
সকাল ১০টার
দিকে এ
ঘটনা ঘটে। সুত্র
জানায়, রিচি
গ্রামের বাসিন্দা
ইউসুফ আলীর
কন্যা রুনা
আক্তার সম্প্রতি
উত্তর শ্যামলী
এলাকার নুর
উদ্দিন ওরফে
সেন্টুর মালিকানাধীন
বাসার জনৈক
ভাড়াটিয়ার বাসায় কাজ নেয়। কিছুদিন ধরে
বিভিন্ন অজুহাতে
ওই বাসার
গৃহকর্তা ও
তার লোকজন
নির্যাতন চালায়
রুনার উপর। গতকাল
ওই সময়
রুনা ছাদে
কাপড় শুকাতে
গিয়ে ছাদ
থেকে পড়ে
আহত হয়। গুরুতর
আহত অবস্থায়
তাকে উদ্ধার
করে হবিগঞ্জ
সদর আধুনিক
হাসপাতালে এবং পড়ে আশংকাজনক অবস্থায়
সিলেট ওসমানি
মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে
সাংবাদিকরা হাসপাতালে ছুটে গিয়ে আহত
রুনার ছবি
তোলতে গেলে
কতিপয় লোক
বাঁধা দেয়
এবং সাংবাদিকদের
দিকে থেড়ে
আসে।
এ সময়
রুনার পরিবার
জানায়, রুনাকে
হত্যার উদ্দেশ্যে
পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়া
হয়েছে।
খবর পেয়ে
সদর থানার
এসআই মিজানুর
রহমান ঘটনাস্থল
পরিদর্শন করেন। অপর
একটি সূত্র
জানা গেছে
রুনাকে মানষিকভাবে
নির্যাতন করেছে
বাসার লোকজন।


0 comments: