https://youtu.be/DIA5DBqGy6g
আদালত অবমাননা মামলার পূর্ণাঙ্গ রায় গতকাল বৃহস্পতিবার প্রকাশ হওয়ার পর সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম এবং আ ক ম মোজাম্মেল হক মন্ত্রী থাকতে পারেন কি না, সেই প্রশ্ন আবারও সামনে চলে এসেছে। আইনজ্ঞরা বলছেন, সংবিধান বা আইনে এ বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলা না থাকলেও নৈতিক কারণে তাঁদের এই পদে থাকার সুযোগ থাকে না।
চাঁদপুরে তেলের ট্যাংক-লরি থেকে আগুন লেগে সাতজন দগ্ধ হয়েছে। তিনতলা একটি ভবনের একাংশ পুড়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে লরি থেকে তেলের গুদামে তেল নামানোর সময় আগুন লাগে।
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে যমুনা অয়েল এজেন্সির একটি গুদামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ট্যাংক-লরিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই গুদামে থাকা গ্যাস সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।
খবর পেয়ে চাঁদপুর উত্তর ফায়ার ‍সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কমান্ডার ফারুক জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দিবাগত রাত তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে যমুনা অয়েল এজেন্সির মালিক মিজানুর রহমানসহ সাতজন দগ্ধ হন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক বলেন, আগুনে দগ্ধ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এদের মধ্যে চারজনের শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ এবং দুজনের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পুড়ে গেছে। আহত ফায়ার সার্ভিস কর্মী খোকন মজুমদার চাঁদপুরের হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



আয়েশার আপন বলতে কেউ নেই। ১১ বছরের এই শিশু ঢাকা শহরে আর থাকতে চায় না। ফিরে যেতে চায় নিজের গ্রামে। সেখানে গেলেই যে শান্তির ঠিকানা মিলবে, নিরাপদ আশ্রয় জুটবে, এরও কোনো নিশ্চয়তা নেই। আসলে সে কী করবে, কোথায় যাবে, তা নিজেই জানে না। এমন এক বিষম আবর্তে ঘুরপাক খাচ্ছে এই কচি মেয়ের জীবন।
দুনিয়ার আলো-বাতাসে দুই বছর কাটাতে না কাটাতে মাকে হারায় আয়েশা। বাবা আবার বিয়ে করেন। আট বছর বয়সে বাবাও ওকে ছেড়ে চলে যান। সৎমা আয়েশাকে পল্লবীর এক বাড়িতে গৃহকর্মী হিসেবে দেন। সেখানে মনিবের স্ত্রীর নির্যাতনে দুর্বিষহ হয়ে ওঠে মেয়েটির জীবন। একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় আয়েশা। গত ২৯ আগস্ট রাতে পল্লবীর ডিওএইচএস পরিষদের চেকপোস্টের নিরাপত্তারক্ষীরা মেয়েটিকে আবিষ্কার করে। পরে পল্লবী থানায় মেয়েটিকে হস্তান্তর করা হয়। তার দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ করেও কোনো স্বজনকে পায়নি পুলিশ। গত মঙ্গলবার পল্লবী থানার পুলিশ মেয়েটিকে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে মেয়েটির ঠাঁই এখন গাজীপুরের কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্রে। সেখানেই কাটছে তার জীবন।
মায়ের স্মৃতি কিছুই মনে নেই মেয়েটির। বাবার কথা বলার সময় ওর চোখ বেয়ে জল গড়াতে থাকে। কাঁদতে কাঁদতে আয়েশা বলে, ‘মায়ের চেহারা আমার মনে নেই। অনেক ছোট্ট ছিলাম, তখন সড়ক দুর্ঘটনায় মা মারা যায়। বাবা বিয়ে করে। সেই বাবাও আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার আপনজন বলতে কেউ নেই!’ সে আরও বলে, ‘আমি আমার দেশের বাড়ি যেতে চাই। এই ঢাকা শহরে আর থাকব না।’
আদালত পুলিশের উপসহকারী পরিদর্শক আবদুল হামিদ খান প্রথম আলোকে বলেন, মেয়েটিকে মঙ্গলবার আদালতে তোলা হয়। আদালত শিশুটিকে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন।
আয়েশার তথ্যমতে, তার বাবার নাম দুলাল। মায়ের নাম ছালমা বেগম। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হালুয়াঘাট গ্রাম তার স্থায়ী ঠিকানা। সে পল্লবীর ডিওএইচএসের অজয় নামের এক ব্যক্তির বাসায় কাজ করত। তাঁর স্ত্রীর নাম শীলা। অজয়ের স্ত্রী তাকে মারধর করতেন বলে জানায় সে। আয়েশা বলে, ‘আমি পল্লবীর ডিওএইচএসের অজয় নামের এক লোকের বাসায় কাজ করতাম। তারা আমাকে নির্যাতন করত। আমার সৎমা আমাকে ওই বাসায় কাজে দিয়ে যায়। যে টাকা পেতাম, তা নিয়ে যেত ওই সৎমা। সৎমা থাকে বরিশালে। তার নাম সীমা বেগম।’
পল্লবী থানার শিশু-বিষয়ক কর্মকর্তা মনিয়ারা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আয়েশা যে বাসায় কাজ করত, সেই বাসার সঠিক ঠিকানা সে দিতে পারেনি। শুধু অজয় নামের একজনের লোকের নাম বলেছে। আমরা অনেক খুঁজেও ওই লোককে খুঁজে পায়নি। তার দেওয়া ঠিকানায়ও যোগাযোগ করেছি। কিন্তু কোনো আত্মীয়স্বজনকে পাওয়া যায়নি।’
এইচপি ২০ভিএক্স মডেলের আইপিএস এলইডি মনিটর বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। মনিটরটির পর্দার মাপ ৫০ দশমিক ৮ সেন্টিমিটার। মনিটরটিতে একটি ভিজিএ, একটি এইচডিএমআই ও একটি ডিভিআই-ডি পোর্ট আছে। ১৬০০ বাই ৯০০ পিক্সেল রেজল্যুশনের মনিটরটির ১৭৮ ডিগ্রি অ্যাঙ্গেল দেখা যাবে। দাম ৮ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞপ্তি


মোবাইল ফোন নেটওয়ার্কে ৪৪ সেকেন্ডেই নামবে গোটা একটি সিনেমা। তাও আবার ব্লু-রে মানের। ফিনিশ মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠান এলিসার দাবি, তাদের ফোরজি নেটওয়ার্ক পরীক্ষায় সেকেন্ডে সর্বোচ্চ ১.৯ গিগাবিট (জিবিপিএস) পর্যন্ত গতি উঠেছে, যা বিশ্বরেকর্ড।
অ্যাপল ইনকরপোরেটেডের কাছ থেকে ১ হাজার ৪৫০ কোটি ডলার কর আদায় করতে আয়ারল্যান্ডকে নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আয়ারল্যান্ডের ব্যবসাবান্ধব করনীতির সুযোগ নিয়ে অ্যাপল গত ১০ বছর এই পরিমাণ কর এড়িয়েছে বলে মঙ্গলবারে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ইইউ কম্পিটিশন কমিশনার মারগ্রিথ ভেস্তেগার।
এদিকে অ্যাপল বলছে এই অভিযোগ ভিত্তিহীন,


 
তিন ম্যাচে ১৮ গোল বাংলাদেশের
১০-০বিপক্ষ কিরগিজস্তান
৫-০বিপক্ষ সিঙ্গাপুর
৩-০বিপক্ষ ইরান
বেশি গোল চেয়েছিল মেয়েরা। সেই আশা পূরণ হয়েছে। কিরগিজস্তানকে ১০-০ গোলের বন্যায় ভাসিয়ে আর কোনো অতৃপ্তি থাকার কথা নয় কৃষ্ণা-সানজিদাদের। কিন্তু তারপরও মনে হয় আরও গোল হতে পারত। দুটি গোল অফসাইডের কারণে হয়নি। কিরগিজ গোলরক্ষক আদেলিনা ইসকাকোভা তৎপর না থাকলে গোল তো আসলে হয় অন্তত গোটা পনেরো!
Copyright © 2013 Prothom News