লাখাইয়ে শোক দিবসের সভায় এমপি আবু জাহির ॥ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই আজ দেশে বোমা মেরে মানুষ হত্যা করছে
হবিগঞ্জ-৩
আসনের এমপি
এডভোকেট আবু
জাহির বলেছেন,
বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন।
তাঁর ডাকে
মুক্তিযোদ্ধ হয়েছিল। নতুবা এদেশ
পরাধীন থাকত। বঙ্গবন্ধুকে
যারা হত্যা
করেছিল তারাই
পরবর্তীতে একটি আইন করে বঙ্গবন্ধুর
হত্যার বিচার
বন্ধ করে
দেয়।
জন নেত্রী
শেখ হাসিনা
সরকার বঙ্গবন্ধু
হত্যার বিচার
করে দেশকে
কলংক মুক্ত
করেছেন।
যারা বঙ্গবন্ধুকে
হত্যা করেছে
তাদের মরনোত্তর
বিচার দাবী
করি।
১৯৭৫ সালে
যারা বঙ্গবন্ধু
সহ তাঁর
পরিবারকে হত্যা
করেছে তারাই
আজ বোমা
মেরে মানুষ
হত্যা করছে। শেখ
হাসিনাকে হত্যা
করার জন্য
২১ বার
হামলা করা
হয় তাঁর
উপর।
বিদেশী, পুরোহিত
ও ইমামদেরকে
মেরে ফেলা
হচ্ছে এদের
বিচার অবশ্যই
হবে।
হত্যাকারী যে কেউ হউক তারঁ
বিচার হবেই। শেখ
হাসিনা সরকার
দেশকে এগিয়ে
নিয়ে যাচ্ছেন। উন্নয়নে
দেশ অনেক
এগিয়ে গেছে। দেশ
প্রেম ইমানের
অঙ্গ।
দেশকে যারা
ভালবাসেনা তারা এদেশের মানুষকেও ভালবাসেনা। স্বাধীন
বাংলাদেশকে কলংকিত করতে সস্ত্রাসী ও
জঙ্গিবাদীরা দেশকে অস্থিতিশীল করেছে।
সস্ত্রাসীদেরকে ছিহ্নিত করতে হবে। কোন সন্ত্রাসী
ও জঙ্গিবাদীর
স্থান এদেশের
মাটিতে হবে
না।
শোককে শক্তিতে
পরিনত করতে
হবে।
তিনি গতকাল
সকালে লাখাই
উপজেলা আওয়ামীলীগ,
যুবলীগ, ছাত্রলীগ
আয়োজিত বঙ্গবন্ধুর
৪১তম শাহাদত
বার্ষিকী ও
জাতীয় শোক
দিবস উপলক্ষে
আয়োজিত সভায়
প্রধান অতিথির
বক্তব্যে এ
কথা বলেন। শরীফ
উদ্দিন তালুকদারের
সভাপতিত্বে ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব এডভোকেট
মোঃ মুশফিউল
আলম আজাদের
সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,
জেলা আওয়ামীলীগ
সহ সভাপতি
মোহাম্মদ আলী
টিপু, শাহ
রেজাউদ্দিন দুলদুল, এডভোকেট মাহফুজ মিয়া,
ফজলে এলাহী
ফরহাদ, আঃ
মতিন মাস্টার,
এনামুল হক
মামুন, মোল্লা
আলমগীর, খোকন
গোপ, তৌহিদ
মোল্লা প্রমুখ।



0 comments: